৯৭) সূরা কদর ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৫

0
835

কোরআন তেলাওয়াত

আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদ
আবদুর রহমান আল-সুদাইস
মিশারি রশিদ আল-আফাসি


বাংলা অনুবাদ

তাফসীরে মারেফুল কোরআন – মাওলানা মুফতি মুহাম্মদ শফি (রঃ), অনুবাদঃ মাওলানা মুহিউদ্দিন খান


তাফসীর

 
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ  
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।  
 
إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ

01

আমি একে নাযিল করেছি শবে-কদরে।  
 
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

02

শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?  
 
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

03

শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।  
 
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ

04

এতে প্রত্যেক কাজের জন্যে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে।  
 
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ

05

এটা নিরাপত্তা, যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে।