১০২) সূরা তাকাসূর ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ৮

0
1088
Tafsir Maariful Quran (তাফসীরে মারেফুল কোরআন)
View/Print/Download: https://cdn.emedia.team/ourholyquran.com/pdf/marefulquran/102.pdf

কোরআন তেলাওয়াত

আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদ
আবদুর রহমান আল-সুদাইস
মিশারি রশিদ আল-আফাসি


বাংলা অনুবাদ

তাফসীরে মারেফুল কোরআন – মাওলানা মুফতি মুহাম্মদ শফি (রঃ), অনুবাদঃ মাওলানা মুহিউদ্দিন খান


তাফসীর



 
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ  
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।  
 
أَلْهَاكُمُ التَّكَاثُرُ

01

প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,  
 
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ

02

এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।  
 
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

03

এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।  
 
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ

04

অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।  
 
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ

05

কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।  
 
لَتَرَوُنَّ الْجَحِيمَ

06

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,  
 
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ

07

অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,  
 
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

08

এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।