সুন্দর ইসলামী জীবন যাপনের সুফল

0
514

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, তিনি বলেন: “যখন বান্দা ইসলাম গ্রহণ করে এবং তার ইসলামটা সুন্দর হয়, তখন আল্লাহ্ তার অতীতের সমস্ত গোনাহ্ ক্ষমা করে দেন। এর পর ভালো-মন্দ কাজের এরূপ প্রতিদান দেয়া হয় যে, ভালোর বদলে দশগুণ থেকে সাতশ’ গুণ পর্যন্ত, আর মন্দের বদলে ঠিক ততটুকু গোনাহ্ দেন; তবে আল্লাহ্ তাও ক্ষমা করে দিতে পারেন।” [বুখারী: ৪১]