মসজিদ

0
894
মসজিদ সম্পর্কে
১৪২. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- তোমার যখন কাউকে সর্বদা মসজিদ সমূহে যাতায়াত করতে দেখ, তখন তাকে মু’মিন হিসেবে সাক্ষ্য দিতে কুন্ঠিত হইও না। কারণ আল্লাহ্‌, বলেন, “নিশ্চয়ই যে লোক আল্লাহর প্রতি ঈমান এনেছে সে আল্লাহ্‌র মসজিদ আবাদ করে।”

এ হাদীসটি হাকেম হযরত আবূ সাঈদ (রা) থেকে সংগ্রহ করেছেন।

১৪৩. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- তোমরা যখন কোন লোককে মসজিদে যাতায়াতে অভ্যস্ত দেখ, তখন তার ঈমান আছে বলে তার পক্ষে সাক্ষ্য দাও। কারণ মহান আল্লাহ্‌ বলেন, “নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ্‌ ও কেয়ামতের দিনের উপর ঈমান এনেছে, সে আল্লাহর মসজিদসমূহ আবাদ করে।”

আহমদ এ হাদীসটি হযরত আবূ সাঈদ (রা) থেকে সংগ্রহ করেছেন।

আল্লাহর প্রতিবেশী
১৪৪. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- কেয়ামতের দিন নিশ্চয়ই সুমহান আল্লাহ্‌ উচ্চস্বরে আহবান করতে থাকবেন, “আমার প্রতিবেশী কোথায়!” “আমার প্রতিবেশী কোথায়!” ফেরেশতাগণ তখন নিবেদন জানাবেন- “হে আমাদের প্রতিপালক! কার পক্ষে আপনার প্রতিবেশী হওয়া সম্ভব?” তিনি তখন বলবেন, “মসজিদসমূহ আবাদকারিগণ কোথায়?”

এ হাদীসটি ইবনুন- নাজ্জার হযরত আনাস (রা) থেকে সংগ্রহ করেছেন।