বাবা-মা

0
897
বাবা-মা’র জন্য ছোট ছোট ছেলে-মেয়েদের শাফাআ’ত
১২৯. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- কেয়ামতের দিন ছোট ছোট ছেলে-মেয়েদেরকে বলা হবে, “তোমার বেহেশতে প্রবেশ কর।” তখন তারা বলবে, “হে প্রতিপালক! যে পর্যন্ত আমাদের পিতা-মাতা জান্নাতে না যাবে (সে পর্যন্ত আমরা জান্নাতে প্রবেশ করব না)। এতএব তারা ফিরে আসবে। তখন মহান ও পরাক্রান্ত আল্লাহ্‌ বলবেন, “একি? আমি দেখছি তোমরা দেরি করছ, সত্বর তোমরা জান্নাতে প্রবেশ কর।” তারা বলবে, “হে প্রতিপালক! আমাদের পিতা-মাতা কোথায়? তখন আল্লাহ্‌ বলবেন, “তোমাদের পিতামাতাকে (সাথে) নিয়ে তোমরা জান্নাতে প্রবেশ কর।”

আহমদ এ হাদীসটি কোন এক সাহাবী (রা) থেকে সংগ্রহ করেছেন।

পিতা -মাতার অবাধ্য ও অনুগত সন্তান সম্পর্কে
২৩০. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- পিতা-মাতার অবাধ্যচারীকে বলা হবে, “আমার আনুগত্য প্রদর্শনে তুমি যে আমলই কর না -কেন, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করব না।” আর পিতা-মাতার অনুগত সন্তানকে বলা হবে, “তুমি যা ইচ্ছে তাই কর, নিশ্চয়ই আমি তোমাকে ক্ষমা করে দেব।”

আবূ নুআঈম এ হাদীসটি হযরত আয়েশা (রা) থেকে সংগ্রহ করেছেন।

মেয়েদের দ্রুত বিয়ে দেয়া সম্পর্কে
২৩১. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- তাওরাতে লেখা আছে, “যার কোন মেয়ে বার বছর বয়সে পৌঁছে অথচ সে তাকে বিয়ে দেয় না- অতঃপর সে কোন পাপে লিপ্ত হয়, তবে মেয়ের সে পাপ তার উপরও বর্তায়।”

বায়হাকী এ হাদীসটি হযরত আনাস (রা) থেকে সংগ্রহ করেছেন।