ধর্ম নিষ্ঠা

0
759
ধর্ম নিষ্ঠা সম্পর্কে
২১৮. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেছেন, “আমার নৈকট্য অর্জনকারীগণ ধর্ম নিষ্ঠার মত আর কিছু দ্বারা আমার নৈকট্য অর্জন করতে পারে না।”

-এ হাদীসটি আবুশ শায়খ সংগ্রহ করেছেন

পূন্যবানদের পুরস্কারঃ
২১৯. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সম্মানীত সুমহান আল্লাহ্‌ বলেছেন, “আমি আমার পূণ্যবান বান্দাদের জন্য এমন সব বস্তু সৃষ্টি করে রেখেছি, যা কোন চোখ দেখেনি, কোন কান শুনেনি, আর কোন মানুষের অন্তরে ও কল্পনায় জাগ্রত হয়নি।”

আহমদ, শায়খাইন, তিরমিযী ও ইবনে মাজা এ হাদীসটি হযরত আবূ হুরায়রা (রা) থেকে সংগ্রহ করেছেন। ইবনে জরীরও অনুরূপ হাদীস সংগ্রহ করেছেন।

ধর্মের পরিবর্তে দুনিয়া অন্বেষণে ধ্বংসঃ
২২০. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ্‌ আদম (সাঃ) কে হাজার রকমের শিল্প-বাণিজ্য শিখালেন এবং তাকে বললেন, “তুমি তোমার ছেলে ও সন্তান-সন্তদিেরকে বল, তোমরা যদি ধৈর্য্য ধারণ করতে না পার, তবে এ সব শিল্প-বাণিজ্যের মাধ্যমে দুনিয়া তালাশ কর। আর দ্বীনের পরিবর্তে তা (দুনিয়াকে) চেয়ো না, কারণ দ্বীন একমাত্র আমার জন্য নির্ধারিত। যে লোক দ্বীনের পরিবর্তে পৃথিবী অন্বেষণ করে সে ধ্বংস হোক।”

হাকেম এ হাদীসটি হযরত আতিয়া ইবনে বাশীর মাযানী (রা) থেকে সংগ্রহ করেছেন।