তাকওয়া

0
725
তাকওয়া সম্পর্কে
২১৫. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ তাঁর জনৈক নবীর প্রতি অবতীর্ণ ওহীতে বলেন, “হে আদম সন্তান! তোমাকে আমি রিযিক দেই, আর তুমি অন্যের কৃতজ্ঞতা প্রকাশ কর। হে আদম সন্তান! আমি তোমাকে আহবান করি, আর তুমি আমার কাছ থেকে পলায়ন কর। হে আদম সন্তান! আমি তোমাকে স্মরণ করি, আর তুমি আমাকে ভুলে থাক। হে আদম সন্তান! আল্লাহকে ভয় কর এবং যেথায় ইচ্ছে, সেখানে ঘুমিয়ে পর।”

আহমদ ফারসি এ হাদীসটি হযরত ইবনে উমর (রা) থেকে সংগ্রহ করেছেন।

২১৬. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- সুমহান আল্লাহ বলেছেন, “আমার নৈকট্য সন্ধানীদের মধ্যে সংযমী লোকের সমান নৈকট্য অর্জন আর কারো দ্বারা সম্ভব হয়নি।”

আবুশ্‌ শায়খ এ হাদীসটি সংগ্রহ করেছেন।

তিক্ত পৃথিবী
২১৭. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান আল্লাহ পৃথিবীকে সম্বোধন করে বলেন, “তুমি আমার আওলিয়াদের জন্য তিতা হয়ে যাও।” অর্থাৎ তাদেরকে তোমার কুহকে ফেল না।

দায়লামী এ হাদীসটি সংগ্রহ করেছেন।