আযান

0
933
আযান সম্পর্কে
১৪৫. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন- কোন মুয়াযযিন যখন আযান দেয়া শুরু করে, তখন প্রতিপালক তার মাথার উপর স্বীয় হাত রাখেন, তিনি সে পর্যন্ত হাত স্থির রাখেন যে পর্যন্ত সে আযান শেষ না করে। আর নিশ্চয় তার কন্ঠস্বর বিস্তৃতির দূরত্ব পর্যন্ত তিনি তাকে ক্ষমা করে দেন। তারপর সে যখন আযান শেষ করে অবসর নেয়, তখন রব বলেন -“হে আমার বান্দা! তুমি সত্য বলেছ এবং তুমি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়েছ। সুতরাং তুমি সুসংবাদ লও।”

হাকেম এ হাদিসটি হযরত আনাস (রা) থেকে সংগ্রহ করেছেন।






SHARE
Previous articleমসজিদ
Next articleওযু