ওযু

0
826
ওযু সম্পর্কে
১৪৬. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- তোমাদের উপর কতগুলো বন্ধন রয়েছে, অতঃপর কেউ যখন ওযুরত অবস্থায় তার হাত ধোয়, তখন একটি বন্ধন উম্মোচিত হয়, আর যখন সে তার চেহারা ধোয়, তখন একটি বন্ধন খুলে যায়, আর সে যখন তার মাথা মাসেহ করে, তখন একটি বন্ধন খুলে যায়, আর সে যখন তার দু’পা ধোয় তখন একটি বন্ধন খুলে যায়। তারপর পর্দার অন্তরাল থেকে আল্লাহ্‌ বলেন, “আমার এ বান্দার প্রতি তোমরা লক্ষ্য কর, সে তার নিজের আত্নার চিকিৎসা করছে, সে যা ইচ্ছে তাই আমার কাছে চাইতে পারে। আমার বান্দা আমার কাছে যা কিছু প্রার্থনা করে, তা তার জন্য তাই রয়েছে।”

তিবরানী এ হাদীসটি হযরত উকবা ইবনে আমের (রা) থেকে সংগ্রহ করেছেন।






SHARE
Previous articleআযান
Next articleনামায