সৎকাজ দ্রুত সম্পন্ন করা

0
1500

আবূ সিরওয়াআহ্ ‘উকবা বিন হারেস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিবি বলেন: “আমি মদীনায় নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের পেছনে আসরের সালাত আদায় করেছি। সালাম ফেরানোর পর তিনি ব্যস্ত হয়ে উঠলেন এবং লোকদের ঘাড়ের উপর দিয়ে ডিঙ্গিয়ে তাঁর স্ত্রীদের কোন এক কক্ষে প্রবেশ করলেন। তাঁর এই ব্যস্ততা দেখে সকলেই শঙ্কা বোধ করতে থাকল। ফিরে এসে তিনি দেখলেন তাঁর এ ব্যস্ততায় লোকেরা হতভম্ব হয়ে গিয়েছে। তাই তিনি বললেন: আমার কাছে রক্ষিত কিছু স্বর্ণের কথা মনে পড়ে গেল (যে সেগুলো ঘরেই রয়ে গেছে)। এই স্বর্ণ আমাকে আল্লাহর পথে মনোযোগ দানে বাধা দান করুক, তা আমি পছন্দ করতে পারিনি। তাই সেগুলোকে বিতরণ করে দেয়ার নির্দেশ দিয়ে আসলাম।” [বুখারী: ৮৫১, ১২২১]