উমার বিন খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: “সব কাজই নিয়তের উপর নির্ভর করে। আর প্রত্যেক ব্যক্তি যা নিয়ত করে সে তাই পায়। অতএব, যার হিজরত দুনিয়া লাভের আশায় বা কোন মেয়েকে বিয়ে করার নিয়তে হয়েছে, তার হিজরত উক্ত উদ্দেশ্যেই হয়েছে।” [বুখারী: ১, মুসলিম: ১৯০৭]
