আবূ মাসউদ আনসারী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে দান করার আদেশ করতেন তখন আমাদের কেউ কেউ বাজারে চলে যেত এবং বোঝা বহন করে এক মুদ (প্রায় এক সের) মুজুরী লাভ করত এবং তা থেকে দান করত, আর আজ তাদের কেউ কেউ লাখপতি। [বুখারী ১৪১৬]
