সালাতে কাতার সোজা করা কায়েম করার অন্তর্ভুক্ত

0
555

আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের সালাতের কাতারগুলো সোজা ও সমান্তরাল কর। কেননা, কাতার সোজা করা সালাত পূর্ণাঙ্গরূপে আদায় করার অন্তর্ভুক্ত।” [বুখারী: ৭৩৩, মুসলিম: ৪৩৩] বুখারীর অপর বর্ণনায় আছে: “কেননা, কাতার সোজা করা সালাত কায়েম করার অন্তর্ভুক্ত।