শোক-তাপে চেঁচিয়ে বিলাপ, মাথা নেড়া করা কঠোরভাবে নিষেধ

0
808

আবূ বুরদা রাহিমাহুল্লাহ্ থেকে বর্ণিত, তিনি বলেন: “আবূ মূসা রাদিয়াল্লাহু ‘আনহু রোগ যন্ত্রণায় সংজ্ঞাহীন হয়ে পড়েন, তখন তাঁর মাথা পরিবারস্থ কোন এক মহিলার কোলে ছিল। মহিলাটি চেঁচিয়ে কান্না করতেছিল। কিন্তু তার কান্না বন্ধ করার মত শক্তি তাঁর ছিল না। পরে যখন তিনি হুঁশ ফিরে পেলেন তখন বললেন: রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম যাদের থেকে মুক্ত আমিও তাদের থেকে মুক্ত। বন্তুতঃ তিনি সেসব নারীদের থেকে মুক্ত যারা শোকে বিলাপ করে, মাথা নেড়া করে এবং কাপড় ছেঁড়ে।” [মুত্তাফাকুন ‘আলাইহি, বুখারী: ১২৯৬, মুসলিম: ১০৪]