রাসূল (স) ১৯টি যুদ্ধে অংশ নিয়েছেন ও একটি মাত্র হজ্জ করেছেন

0
439

যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ১৯টি যুদ্ধে অংশ গ্রহণ করেছেন। আর হিজরতের পর মাত্র একটি হজ্জ করেছেন। সেটি হচ্ছে বিদায় হজ্জ, এর পর তিনি আর কোন হজ্জ করেননি। [বুখারী: ৪৪০৪]