বিরতির পর ওহী নাযিলের বর্ণনা

0
774

জাবের বিন আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি ওহীর বিরতি বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম তাঁর এক হাদীসে বলেছেন: “আমি পথ চলা কালে আসমান থেকে একটি আওয়াজ শুনতে পারলাম। তখন আমি উপরে তাকিয়ে দেখি, হেরা গুহায় যিনি আমার নিকট এসেছিলেন সেই ফিরিশতা আসমান ও যমীনের মাঝখানে একটি কুরসীতে বসে আছেন। এতে আমি ভীত হয়ে বাড়ী ফিরে আসলাম এবং আমাকে চাদর দিয়ে ঢেকে দিতে বললাম। তখন আল্লাহ্ অবতীর্ণ করলেন ((হে চাদরাবৃত ব্যক্তি! উঠুন এবং সতর্ক করে দিন। আর আপনার রব-এর শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন। আপনার কাপড় পবিত্র করুন এবং অপবিত্রতা ত্যাগ করুন।” [বুখারী: ৪]