প্রকৃত বান্দা

0
910
আল্লাহর কাছে সর্বাপেক্ষা প্রিয় যুবক
৯৯. এরূপ কোন যুবক, যে পার্থিব স্বাদ এবং আমোদ প্রমোদ বর্জন করে এবং তার যৌবনের প্রবণতার পরিবর্তে আল্লাহর হুকুম পালনকে গ্রহণ প্রদান করেন। অতপর আল্লাহ্‌ বলেন, ‘ওহে কামনাত্যাগী এবং আমার উদ্দেশ্যে যৌবন উৎসর্গকারী যুবক। তুমি আমার কাছে আমার কোন কোন ফেরেশতার ন্যায় মর্যাদাশালি।’

হুসাইন ইবনে সুফিয়ান এ হাদীসটি হযরত শুরায়হ (রা) থেকে সংগ্রহ করেছেন।

১০০ . রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- মহান আল্লাহর কাছে সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি প্রিয় সেই তরুণ সুদর্শন যুবক, যে তার যৌবন ও সৌন্দর্য্য আল্লাহর উদ্দেশ্যে পেশ করে, তাঁর হুকুম পালনে খরচ করে। তিনি সে ব্যক্তি সম্পর্কে তাঁর ফেরেশতাগণের কাছে গর্ব করেন। তিনি বলেন, “এই আমার প্রকৃত বান্দা।”

ইবনু আসাকির এ হাদীসটি হযরত ইবনে মাসউদ (রা) থেকে সংগ্রহ করেছেন।