নারীদের শিক্ষার জন্য আলাদা দিন নির্ধারণ করা যাবে

0
457

আবূ সাঈদ খুদরী রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, একদিন মহিলাগণ নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামের নিকট আবেদন করলেন, পুরুষদের জন্য আমরা আপনার নিকটবর্তী হতে পারি না। অতএব, আপনি কেবলমাত্র আমাদের জন্য একটি দিন নির্ধারিত করে দিন। সুতরাং নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে তাদের নিকট একদিনের ওয়াদা করলেন। যাতে তিনি তাদের সাথে সাক্ষাত করে তাদেরকে ওয়াজ-নসীহত করতেন। তাদেরকে তিনি যেসব নসীহত শোনালেন, তন্মধ্যে ছিল: “তোমাদের মধ্যে যে কেউ তিনটি শিশু সন্তানকে (আখেরাতের জন্য) পাঠিয়ে দিবে (অর্থাৎ, শিশু অবস্থায় তিনটি সন্তানের মৃত্যু হলে যে মাতা ধৈর্যধারণ করবে) তার জন্য ঐ শিশু সন্তানগুলো জাহান্নামের আগুন হতে রক্ষার ঢাল স্বরূপ হবে। জনৈক মহিলা জিজ্ঞাসা করল: দু’টি সন্তান হলে? রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: হাঁ, দু’টি সন্তান হলেও ঐরূপ হবে।” আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু হতে এক বর্ণনায় শিশুদের নাবালক হওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে। [বুখারী: ১০১]