আল্লাহ্ কালেমা তাইয়্যেবার দ্বারা মুমিনদেরকে ইহ ও পরকালে সুদৃঢ় রাখেন

0
617

বারাআ ইবনে আযেব রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “মুসলমানকে যখন কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন সে সাক্ষ্য দিবেঃ ‘আল্লাহ ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এভাবে সাক্ষ্য দেয়াটাই মহান আল্লাহর এ বাণী প্রমাণ করেঃ “আল্লাহ্ ঈমানদার লোকদের সেই অটল বাক্যের (কালেমা তাইয়্যেবার) দরুন ইহকালীন জীবনে ও পরকালে সুদৃঢ় রাখেন।”” [সূরা ইবরাহীমঃ ২৭; বুখারী: ৬/১০০ (৪৬৯৯) ও মুসলিম: ৮/১৬২ (২৮৭১) (৭৩)]