৮২) সূরা আল ইনফিতার ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখাঃ ১৯

0
944
Tafsir Maariful Quran (তাফসীরে মারেফুল কোরআন)
View/Print/Download: https://cdn.emedia.team/ourholyquran.com/pdf/marefulquran/82.pdf

কোরআন তেলাওয়াত

আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদ
আবদুর রহমান আল-সুদাইস
মিশারি রশিদ আল-আফাসি


বাংলা অনুবাদ

তাফসীরে মারেফুল কোরআন – মাওলানা মুফতি মুহাম্মদ শফি (রঃ), অনুবাদঃ মাওলানা মুহিউদ্দিন খান


তাফসীর



 
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ  
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।  
 
إِذَا السَّمَاء انفَطَرَتْ

01

যখন আকাশ বিদীর্ণ হবে,  
 
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ

02

যখন নক্ষত্রসমূহ ঝরে পড়বে,  
 
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ

03

যখন সমুদ্রকে উত্তাল করে তোলা হবে,  
 
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ

04

এবং যখন কবরসমূহ উম্মোচিত হবে,  
 
عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ

05

তখন প্রত্যেকে জেনে নিবে সে কি অগ্রে প্রেরণ করেছে এবং কি পশ্চাতে ছেড়ে এসেছে।  
 
يَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

06

হে মানুষ, কিসে তোমাকে তোমার মহামহিম পালনকর্তা সম্পর্কে বিভ্রান্ত করল?  
 
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ

07

যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুবিন্যস্ত করেছেন এবং সুষম করেছেন।  
 
فِي أَيِّ صُورَةٍ مَّا شَاء رَكَّبَكَ

08

যিনি তোমাকে তাঁর ইচ্ছামত আকৃতিতে গঠন করেছেন।  
 
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ

09

কখনও বিভ্রান্ত হয়ো না; বরং তোমরা দান-প্রতিদানকে মিথ্যা মনে কর।  
 
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ

10

অবশ্যই তোমাদের উপর তত্ত্বাবধায়ক নিযুক্ত আছে।  
 
كِرَامًا كَاتِبِينَ

11

সম্মানিত আমল লেখকবৃন্দ।  
 
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

12

তারা জানে যা তোমরা কর।  
 
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ

13

সৎকর্মশীলগণ থাকবে জান্নাতে।  
 
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ

14

এবং দুষ্কর্মীরা থাকবে জাহান্নামে;  
 
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ

15

তারা বিচার দিবসে তথায় প্রবেশ করবে।  
 
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ

16

তারা সেখান থেকে পৃথক হবে না।  
 
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

17

আপনি জানেন, বিচার দিবস কি?  
 
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ

18

অতঃপর আপনি জানেন, বিচার দিবস কি?  
 
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ

19

যেদিন কেউ কারও কোন উপকার করতে পারবে না এবং সেদিন সব কতৃêত্ব হবে আল্লাহর।