১) সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখ্যা ৭

0
14427
পবিত্র কোরাআনের প্রথম সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখ্যা ৭,
পারা ১, রুকু সংখ্যা ১, সিজদাহ্‌র সংখ্যা ০, শব্দের সংখ্যা ২৯, পরবর্তী সূরা আল-বাকারা।
বাংলায় নামের অর্থ “সূচনা”, অন্য নাম: ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্‌-সাব্‌’য়ুল মাসানী, অবতীর্ণ সময়: নবী মুহাম্মদ-এর নবুয়াত প্রাপ্তির শুরুর দিকে, বিশেষ বিষয়: আল্লাহ্‌র প্রশংসা, প্রার্থনা।

Tafsir Maariful Quran (তাফসীরে মারেফুল কোরআন)
View/Print/Download: https://cdn.emedia.team/ourholyquran.com/pdf/marefulquran/1.pdf

কোরআন তেলাওয়াত

আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদ
Audio Player
আবদুর রহমান আল-সুদাইস
Audio Player
মিশারি রশিদ আল-আফাসি

Audio Player


বাংলা অনুবাদ

নামকরণ

বৈশিষ্ট্য

তাফসীর

 
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ

01

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।  
 
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ

02

যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।  
 
الرَّحْمـنِ الرَّحِيمِ

03

যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।  
 
مَـالِكِ يَوْمِ الدِّينِ

04

যিনি বিচার দিনের মালিক।  
 
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ

05

আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।  
 
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ

06

আমাদেরকে সরল পথ দেখাও,  
 
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ

07

সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।