পবিত্র কোরাআনের প্রথম সূরা আল ফাতিহা ( মক্কায় অবতীর্ণ ), আয়াত সংখ্যা ৭,
পারা ১, রুকু সংখ্যা ১, সিজদাহ্র সংখ্যা ০, শব্দের সংখ্যা ২৯, পরবর্তী সূরা আল-বাকারা।
বাংলায় নামের অর্থ “সূচনা”, অন্য নাম: ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্-সাব্’য়ুল মাসানী, অবতীর্ণ সময়: নবী মুহাম্মদ-এর নবুয়াত প্রাপ্তির শুরুর দিকে, বিশেষ বিষয়: আল্লাহ্র প্রশংসা, প্রার্থনা।
Tafsir Maariful Quran (তাফসীরে মারেফুল কোরআন)
View/Print/Download: https://cdn.emedia.team/ourholyquran.com/pdf/marefulquran/1.pdf
- কোরআন তেলাওয়াত
- বাংলা অনুবাদ
- নামকরণ
- বৈশিষ্ট্য
- তাফসীর
কোরআন তেলাওয়াত
আবদুল বাসিত মুহাম্মাদ আবদুস সামাদ
Audio Playerআবদুর রহমান আল-সুদাইস
Audio Playerমিশারি রশিদ আল-আফাসি
Audio Player
বাংলা অনুবাদ
নামকরণ
বৈশিষ্ট্য
তাফসীর
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ |
01 |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ |
02 |
যাবতীয় প্রশংসা আল্লাহ তা’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। | |
الرَّحْمـنِ الرَّحِيمِ |
03 |
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। | |
مَـالِكِ يَوْمِ الدِّينِ |
04 |
যিনি বিচার দিনের মালিক। | |
إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ |
05 |
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। | |
اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ |
06 |
আমাদেরকে সরল পথ দেখাও, | |
صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ |
07 |
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। |
