রক্তসহ বিনা গোসলে ও জানাযায় শহীদদের দাফন

0
389

জাবের ইবনে আব্দুল্লাহ্ রাদিয়াল্লাহু ‘আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেছেন: “ওহুদ যুদ্ধের দু’দুজন শহীদকে নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম একই কাপড়ে জড়িয়ে নিয়ে জিজ্ঞেস করতেন তাদের মধ্যে কোন জন কুরআনের বেশী হাফেয, দু’জনের মধ্যে যার দিকে ইশারা করে বলে দেয়া হলো, প্রথমে তাকেই কবরে নামানো হলো। এরপর তিনি বললেন: ‘এদের জন্য আমি কেয়ামতের দিন সাক্ষী হব’। তারপর তিনি রক্তসহ বিনা গোসলেই তাদেরকে দাফন করার নির্দেশ দিলেন। তাদেরকে গোসলও দেয়া হলো না এবং জানাযার সালাতও আদায় করা হলো না।” [বুখারী: ১৩৪৩]