ই’লম ও আ’লেম

0
722
ই’লম সম্পর্কেঃ
২১৩. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- আগেকার (আসমানী) কিতাবে লেখা আছে, “হে আদম সন্তান! পরিতোষিক ছাড়া তুমি যেমন শিক্ষা লাভ করেছ, অনুরূপ পরিতোষিক গ্রহণ না করে শিক্ষা দাও।”

ইবনু লাল এ হাদীসটি হযরত ইবনে মাসঊদ (রা) থেকে সংগ্রহ করেছেন।

আ’লেম সম্প্রদায়
২১৪. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- কেয়ামতের দিন সুমহান আল্লাহ বলবেন, “হে আলেম সম্প্রদায়! হে আলেম সম্প্রদায়! আমার পরিচয় প্রকাশের জন্য তোমাদেরকে আমি ই’লম (জ্ঞান) দান করেছি। তোমরা দাঁড়াও, নিশ্চয়ই আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি।”

এ হাদীসটি তিবী হযরত জাবির (রা) থেকে সংগ্রহ করেছেন।