মুসলমানের সম্পর্ক
৯৭. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- যখন দু’জন মুসলমান নেই যারা (পরসপর) সাক্ষাত করে এবং একজন তার সঙ্গীর হাত ধরে তখন আল্লাহ তায়া’লার কর্তব্য হয়ে যায় যে, তাদের প্রার্থনা বিশেষভাবে মঞ্জুর করা এবং তাদেরকে মাফ না করে তাদের হাত পৃথক না করা। আর এরূপ কোন সম্প্রদায় নেই, যারা আল্লাহকে স্মরণ করার জন্য সমবেত হয়, এর দ্বারা শুধূ তার অনুগ্রহ ছাড়া অন্য কিছু চায় না, তাদের বিষয়ে আসমান থেকে ঘোষণা আসে, “তোমরা মজলিস ত্যাগ কর এ অবস্থায় যেন তোমরা ক্ষমাপ্রাপ্ত হয়েছ। আমি তোমাদের পাপসমূহকে পূণ্যে পরিবর্তিত করে দিয়েছি।”
৯৮. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন- নিশ্চয়ই সোম ও বৃহসপতিবার এ দু’দিনে আল্লাহ প্রত্যেক মুসলমানকে মাফ করে দেন, শুধুমাত্র দু’ব্যাক্তি ছাড়া, যারা একে অপরের প্রতি অসন্তুষ্ট।