আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমাদের কারো পক্ষে কাষ্ঠ সংগ্রহ করে পিঠে বোঝাই করে বয়ে আনা কারো কাছে হাত পাতার চেয়ে উত্তম। অথচ সে ব্যক্তি (যার কাছে হাত পাতা হলো) তাকে দান করতেও পারে অথবা বিমুখও করতে পারে।” [বুখারী: ১৪৭০, মুসলিম: ১০৪২]
