কেয়ামতে যার হিসাব নেয়া হবে তাকে শাস্তি দেয়া হবে

0
549

আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “(কেয়ামতের দিন) যার হিসাব নেয়া হবে তাকে শাস্তি দেয়া হবে।” আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, আমি প্রশ্ন করলাম: আল্লাহ্ তা’আলা কি এরশাদ করেননি? ((অতিসত্ত্বর তার হিসাব নেয়া হবে সহজ-সরলভাবে)) তখন তিনি উত্তর দিলেন: “তা কেবল মাত্র পেশ করা হবে; কিন্তু যে হিসাবের সম্মুখীন হবে, সে ধ্বংসপ্রাপ্ত হবে!” [বুখারী: ১০৩]