কাঠিন্যতা নয়; সহজতার জন্যই প্রেরিত

0
747

আবূ হুরায়রা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: “এক বেদুঈন মসজিদে প্রশ্রাব করে দিলে লোকেরা তাকে মারার জন্য উঠে দাঁড়ালো। তখন নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বললেন: তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক বালতি পানি বইয়ে দাও। কেননা, তোমরা সহজতা অবলম্বী হিসেবে প্রেরিত হয়েছ, কাঠিন্যতা অবলম্বী হিসেবে প্রেরিত হওনি।” [বুখারী: ২২০]