উত্তরাধিকার আইন সংক্রান্ত আয়াত নাযিলের প্রেক্ষাপট

0
621

জাবের রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন: “নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম ও আবূ বকর (রাদিয়াল্লাহু ‘আনহু) বনী সালেমা গোত্রের একটি স্থানে পায়ে হেঁটে আমাকে রোগ শয্যায় দেখতে আসলেন। নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম আমাকে বেহুঁশ অবস্থায় দেখতে পেলেন। তখন আমার কোন বোধ ছিল না। তিনি পানি চেয়ে নিয়ে অযূ করলেন এবং অবশিষ্ট পানি আমার শরীরে ছিটিয়ে দিলেন। তখন আমি হুঁশ ফিরে পেলাম এবং বললাম: হে আল্লাহর রাসূল! আমার সম্পত্তি কিভাবে বন্টন করতে বলেন? এর জবাবে নিম্নোক্ত আয়াত নাযিল হলো: ((يُوصِيكُمُ اللَّهُ فِي أَوْلَادِكُمْ…’আল্লাহ্ তোমাদেরকে তোমাদের সন্তান সম্পর্কে নির্দেশ দিচ্ছেন…’))” [বুখারী: ৪৫৭৭]