আপোষ মীমাংসার উদ্যোগ

0
381

সাহল বিন সা’দ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, কুবাবাসী পরস্পর সংঘাতে লিপ্ত হয় এবং একে অপরের প্রতি পাথর ছুঁড়তে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে অবহিত করা হলে তিনি লোকদেরকে বলেন: “আমাদের সাথে চলো, তাদের মধ্যে আপোষ মীমাংসা করে দেই”। [বুখারী: ২৬৯৩]